Admission

Online Admission

Baily School

Baily Tower Chanmari, New Court, Narayanganj - 1400

ফর্মপূরণ সংক্রান্ত নিয়মাবলী :

১। প্রথমে Google এ গিয়ে উপরের www.bailyschool.com এড্রেসটি টাইপ করেতে হবে।
২। এই ওয়েব পেইজটি ওপেন হলে মেনুবার থেকে APPLY এ ক্লিক করতে হবে।
৩। আপনি শিক্ষার্থীকে যে ক্লাসে ভর্তি করাতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে।
৪। STEP-1 এর তথ্যগুলি পূরণ করে নিচে থেকে SAVE AND NEXT এ ক্লিক করতে হবে।
৫। এভাবে প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে STEP গুলি পূরণ কতে হবে এবং 100 KB এর নীচে 2×2 Size এর ছবি যুক্ত করতে হবে। যে সকল তথ্য প্রয়োজন নেই সেই STEP গুলি বাদ দিয়ে SAVE AND NEXT দিতে হবে।
৬। সকল তথ্য Submit করার পরে ফরমটি Submit করে প্রিন্ট করে নিতে হবে।
৭। প্রিন্ট করা ফরমের সাথে শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের ফটোকপি, ২কপি ছবি এবং বাবা মায়ের ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি স্কুল ফ্রন্ট ডেক্সে এ জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ধন্যবাদান্তে

প্রধান শিক্ষক
বেইলী স্কুল, নারায়ণগঞ্জ।