Notice Board
Baily School
A Global-Standard School with a Difference
২০০৬ সালে বেইলী স্কুল তার যাত্রা শুরু করার পর সময়ের সাথে সাথে নিজস্ব শিক্ষা কাঠামোয় পরিবর্তন এনে এটি এখন অনেক পরিণত একটি বিদ্যালয়। বাংলা মাধ্যমে শিক্ষাক্রম চালু রেখে বেইলী স্কুল আন্তর্জাতিক মানদন্ডকে নিশ্চিত করার অবিচল লক্ষ্যে কাজ করে যাচ্ছে । ২০২২ সালে স্কুলটির সুপরিসর নতুন ক্যাম্পাস সেই লক্ষ্যে পৌঁছতে এই যাত্রাকে আরও বেগবান করবে। শুধু প্রথাগত কাঠামোবদ্ধ শিক্ষাই নয় সাথে সাথে খেলাধুলা ও সহশিক্ষাক্রম হিসেবে যুক্ত হওয়া নানাবিধ সাংস্কৃতিক অনুশীলনের যে পরিবেশ স্কুলটিতে তৈরি হয়েছে তা প্রতিটি শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীকে প্রথাগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। বেইলী স্কুলের এই অগ্রযাত্রায় সকলের সহযোগিতা একান্ত কাম্য। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সুপরামর্শের ভিত্তিতে এই যাত্রা অব্যহত থাকবে। সবাইকে শুভেচ্ছা।
_______________কাসেম জামাল
