Online Admission
Baily School
Baily Tower Chanmari, New Court, Narayanganj - 1400
ফর্মপূরণ সংক্রান্ত নিয়মাবলী :
বেইলী স্কুলের অনলাইন ভর্তি ফরম পূরণের নিয়মাবলী
১। প্রথমে Google এ গিয়ে উপরের https://bailyschool.com এড্রেসটি টাইপ করতে হবে।
২। এই ওয়েব পেইজটি ওপেন হলে মেনুবার থেকে Admission এ ক্লিক করতে হবে।
৩। অনলাইন ভর্তি মেনুতে ক্লিক করে শিক্ষার্থীকে যে ক্লাসে ভর্তি করাতে চান সেই ক্লাস সিলেক্ট করতে হবে।
৪। STEP-1 এর তথ্যগুলি পূরণ করে নিচে দেওয়া NEXT এ ক্লিক করতে হবে।
৫। এভাবে প্রয়োজনীয় তথ্য সমূহ দিয়ে STEP গুলি পূরণ করতে হবে এবং JPG- Format, 100KB, 300X300 px, Size
এর ছবি যুক্ত করতে হবে। যে সকল তথ্য প্রয়োজন নেই, সেই STEP গুলি বাদ দিয়ে নিচে দেওয়া NEXT বাটনে ক্লিক
করতে হবে।
৬। সকল তথ্য Fill Up করার পরে Confirm করে ফরমটি Download করে প্রিন্ট
করে নিতে হবে।
৭। প্রিন্ট করা ফরমের সাথে শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি, পিতা-মাতার ভোটার আই.ডি, ২কপি ছবি এবং বাবা মায়ের ১ কপি করে পাসপোর্ট সাইজ ছবি স্কুল ফ্রন্ট ডেক্স এ জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক,
বেইলী স্কুল, নারায়ণগঞ্জ।